Lyrics AttoHonon by Towfique | 4K Official Music Video | TH Production | Bangla Rap | Bangla Drill

Lyrics AttoHonon by Towfique | 4K Official Music Video | TH Production | Bangla Rap | Bangla Drill
সত্য খুজি, করি পায়চারি
মহাজাগতিক, আমি সত্যান্বেষী
সত্য খুজি, করি পায়চারি
মহাজাগতিক, আমি সত্যান্বেষী

কোনো কিছুই সরল না,
তপস্যা গভীর রহস্য
বিশ্বাস নামে ধরা বুকে কিছু নেই
অবিশ্বাস্য, এ খেলা পরিত্যক্ত
হিসাব নিকাশ সব শূণ্য
কে রাখে কার খবর, অংক খাতায় পাপপূণ্য।

যতো মোহ তত মায়া
ততো ভূল আলোছায়া
টাকায় লোভে বেয়াড়া
লোভাতুর বেহায়া
গোলমেলে হেসেখেলে অপয়া
কার রক্তে ভাসে কায়া
মাসুলে ত্রিসুলে অনসূয়া
উপসংহারে ধোকা

সাজে অভিনয় আতিশায্যে
কার রাজ্যে সম্পর্ক
পোষ্য হয় ভস্ম সব শস্য
বাড়ে কর্জ্য শুনি শব্দ বাজে বজ্র শনি ত্যক্ত
সর্বত্র সর্বস্ব দুর্ধষ অমবস্যার উঠোনে
জোট বাধে সব ধাঁধাঁ
বাতি নেই মন্দিরে নিয়তির হাতে বাধা
একরাধা কালো সাদা পেলে বাঁধা
একা একা কতো গদবাঁধা
বন্দি ফান্দে ফন্দি কি অব্দি কি সন্ধি ছন্দে সত্যান্বেষি

মিস্টি কথার ছলে ছোবল বসাবে, বাসর সাজাবে, নদীতে ভাসাবে
মিস্টি কথা না হলে, তবে দুস্টূ লোকের কি এলে গেলে

Lyricsbyletras.com

শ্মশানে বসে ঐ মৃতরা কথা কয়, নেই নয় ছয় নেই কোনো ভয়
আষাড়ে গল্প যা হবার হয়, ভুতুড়ে কেচ্ছা বাজছে সানাই
মাঘের শীত, বেজায় কাঁপুনি,শীতল হাওয়া, চেখে দেখেনি
শিরদাড়ায় ধেয়ে আসে বেয়ে আসে ষোড়শী তরুণী
আগবাড়ায় নিষিদ্ধ পল্লী গেয়ে যায় মরমী
ভৎসর্ণা মাৎস্যন্যায় সব্যসাচী
তীর হারা ঘর ছাড়া নেই সংসার জলছে জ্বালাও
জ্বলে পুড়ে অংগার আগুন জাগাও
পাও লবডংকা বেচে দি সতীত্ব
খুজি সতীর্থ ভিড় ঠেলি তুলি প্রাচীর
জয়যাত্রা তীর্থ,জয়যাত্রা –
আমি ভৃত্য ব্যর্থ দুঃখ অব্যক্ত সিক্ত রিক্ত ত্যক্ত বিরক্ত
করি নৃত্য শেষ কৃত্যে ধরি মৃত্যুর সাথে পাঞ্জা
আমি ব্রাত্য শৈত্য অযুত দিগন্ত তত্ত্ব তত্ত্ব উত্তপ্ত ক্ষান্ত
খুজি ভিত্তি অস্তিত্বে ধাক্কা অক্কা সব ঝণ্ঝা
আমি তিরস্কারে হই পুরস্কৃত
সূচনায় উপসংহার
তোমার উপহাসের কেন্দ্র আমি, এটাই আমার অহংকার
আজন্ম দাস ভাড়াড়ে বাস
ক্ষমা নেই পাপাচারী
ছায়া মাড়াই আতকে উঠি নিজেই নিজের আততায়ী
মুখোশের আকাশে চাঁদ বড় ফ্যাকাসে
হাভাতের স্বভাবে টাকা ওড়ে বাতাসে
অভাবের জবাবে খুন খুন স্বদেশে
বাতাসে লাশের গন্ধ
মনুষ্যত্ব আজ অন্ধ, মনের দরজা করি বন্ধ
তোমার আমার যতো দ্বন্দ্ব, ক্ষ্যাপাগানের এই ছন্দ
চেনে রতন কবির মতন, টকটকে লাল কেতন
ওরে পতপত নানামুনী নানা মত
সৎ অসৎ হয় বসত হাজত
ভাজক ভাজ্য চীর ত্যাজ্য করি দাহ্য আমার ন্যায্য
জয় দাসত্ব জয় রাজত্ব জয় রাজত্ব জয় দাস জয়…………

সত্য খুজি, করি পায়চারি
মহাজাগতিক, আমি সত্যান্বেষী
সত্য খুজি, করি পায়চারি
মহাজাগতিক, আমি সত্যান্বেষী

(আত্নহনন আত্নহনন
দু হাজার বাইশ
চারণ কবি তৌফিক)

Search music video on youtube:

    Descubra mais sobre LyricsByLetras

    Assine agora mesmo para continuar lendo e ter acesso ao arquivo completo.

    Continue reading